প্রশ্ন ফাঁস একটি গুজবঃ ২য় পর্ব

লিখেছেন লিখেছেন ঝুলন্ত মাকড়সা ০৮ জুন, ২০১৪, ০৭:৫৪:০২ সন্ধ্যা

'প্রশ্ন ফাঁস' নামের এই চতুর্থ শ্রেণীর গুজবে কান না দিয়ে আমাদের শিক্ষামন্ত্রী ইংরেজী পরীক্ষাটা বাতিল না করলেই পারতেন।

কি হলে পরীক্ষা বাতিল করে.....?? এটা শুধুমাত্র আই ওয়াশ বৈ আর কিছু না....

সকালে ঘুমাচ্ছিলাম। এমন সময় ৯.৮ মাত্রার খাটকম্পন সহকারে মোবাইলটা বেজে উঠলো। ফোন ধরতেই.....

=> হ্যালো ভাই... আপনি কি বাসায়....??

=> নাহ! বউয়ের বাসায়....

=> মশকারা কইরেন্না। আমি বাইরে দাঁড়ায় আছি। একটু দরজাটা খুলেন।

=> গেট খোলাই আছে..... দরজা ঠেলা মারলেই খুলবো।

উইঠা দেখি হেতে ইংরেজী ২য় পত্র পরীক্ষার ২ সেট প্রশ্ন নিয়া আইছে। কয় ভাই, গ্রামারগুলা একটু

সোল্ভ কইরা দেন......(!!)

দিলাম কইরা। বিকালে দেখা হইলো। হেতে  কয়, "ভাই গ্রামার তো পুরাই কমন....!!! একদম ফাটাফাটি হইছে....."

আর আমিও বিনা টিকিটে একখান ব্যাফুক বিনুদুনে বিনুদিত হৈলাম...... Big Grin

অফ টপিক্: প্রশ্ন ফাঁস একটি গুজব। এই গুজবে কেউ কান দিবেন না।

অতএব, জয় বাংলা। জয় নুরুল কাক্কু

বিষয়: রাজনীতি

১০১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232561
০৮ জুন ২০১৪ রাত ১০:৪৬
মাটিরলাঠি লিখেছেন : বাঘের সাথে রাজপুত্রের দেখা। বাঘ বলল, 'আমি তোমাকে খাব'। বাঘ যে বলল, আমি তোমাকে খাব, এটা গল্প (বা গুজব)। কিন্তু বাঘ যে মানুষ খায় এটা সত্য। (মুজতবা আলীর দেশে বিদেশে থেকে নেয়া)
232572
০৮ জুন ২০১৪ রাত ১১:০০
নূর আল আমিন লিখেছেন : ইডা একটা কফি ফোষ্ট
১১ জুন ২০১৪ সকাল ০৬:৪৫
180160
ঝুলন্ত মাকড়সা লিখেছেন : মুরদ থাকে তো আমার আগে দিয়েছে এমন কারো লিঙ্ক দিন, লেখাটা পড়ে আসি.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File